ঢাকা: মৌলভীবাজার কোর্ট এলাকায় এক সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান। তিনি জানান, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেক এলাকায় জমিজমা নিয়ে মামলা হয় ২১ জুন। এ মামলার বাদি ছিলেন হারুনুর রশীদ। এতে মামলার ৫ নম্বর আসামি হিসাবে বড়চেক গ্রামের মশাহিদ আলীকে পুলিশ আটক করে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে।বুধবার (৮ সেপ্টেম্বর) আসামি মশাহিদ আলীকে কোর্টে নেওয়া হলে তার জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে অভিযোগ রয়েছে, মশাহিদ আলীর জামিন মঞ্জুর হওয়ার পরপরই কোর্ট এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মছকন্দর, মুনিম খান ও মো. শাহরিয়ারের উপর চুরি চাকু নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।এতে এতিনজন আহত হন। মছকন্দরের অবস্থা আশংকা জনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর দুজনকে মৌলভীবাজার আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেউ থানায় কিছুই জানাননি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।