বিনোদন: আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে অবস্থান তার। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রূপালি পর্দার ‘গ্ল্যামার কুইন’ হিসেবেও তার খ্যাতি সবখানে। সাকিব এবং পরীমনি-দুই তারকাই নিজেদের অবস্থান থেকে স্বমহিমায় উজ্জ্বল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যার প্রমাণ মেলে। শুধু ফেসবুকেই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান-ফলোয়ার সাকিব আল হাসানের। যা প্রায় দেড় কোটি। তবে এই মুহূর্তে ফলোয়ারের দিক থেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছুঁয়ে ফেলার অপেক্ষায় রয়েছেন পরীমনি। অর্থাৎ ফেসবুক ফলোয়ারের দিক থেকে সাকিব আল হাসানের খুব কাছাকাছি চলে এসেছেন ঢালিউডের এই হার্টথ্রুব নায়িকা। পরিসংখানে দেখা যাচ্ছে, খুব দ্রুতগতিতেই বাড়ছে তার ফলোয়ার সংখ্যা। আর তাই বাইশ গজের তারকাকে পেছনে ফেলে রূপালি পর্দার তারকার এগিয়ে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। বুধবার (০৮ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ৪৯ লাখ ১৭৭ জন। অন্যদিকে, পরীমনির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৫৮২ জন। এদিকে, সাকিবের আগে পরীমনি ফলোয়ার সংখ্যায় ছাড়িয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমকেও। প্রতিবেদন লেখা পর্যন্ত এই উইকেটকিপার ব্যাটসম্যানের ফেসবুক ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ ১ হাজার ৬৭৮ জন। সম্প্রতি পরীমনির ফলোয়ার যে হারে বাড়ছে তাতে সাকিবকে কম সময়ের মধ্যেই ধরে ফেলা অসম্ভবের কিছু নয়। গত কয়েক মাসে ফলোয়ার বাড়ার হারে সাকিবের চেয়ে এগিয়েই ছিলেন পরীমনি। চলতি বছরের জুনের প্রথম দিকেও ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নায়িকার ফলোয়ার সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ। এরপর গত ৭ জুনের বোটক্লাব কাণ্ড ও ৪ আগস্ট র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাবরণের পর হু হু করে বেড়েছে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা।