ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি হায়াত-উদ-দৌলা খান।ডিসি জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হবে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুর্ঘটনায়  ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের পরিচয় পাওয়া  গেছে তাদের মধ্যে বিজয়নগর উপজেলার আজমপুরের শিলবাড়ির পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস, জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও চম্পকনগরের মিনারা বেগম। শুক্রবার সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।  হায়াত-উদ-দৌলা খান জানান, উদ্ধার অভিযান উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *