বিয়ে করলেন র‌্যাবের গুলিতে এক পা হারানো সেই লিমন

বিয়ে করলেন র‌্যাবের গুলিতে এক পা হারানো সেই লিমন

ঢাকা: বিয়ে করলেন র‌্যাবের গুলিতে এক পা হারানো সেই লিমন । কনে যশোর জেলার অভায়নগর উপজেলার নওয়াপাড়া সরখোলা গ্রামের টিটো মোল্লার মেয়ে রাবেয়া বশরী।শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌরসভার সরখোলা গ্রামে কনের বাড়িতে তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়। দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ান স্থানীয় কাজী মাওলানা নজরুল ইসলাম। এর আগে (৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার লিমনের গায়ে হুলুদের অনুষ্ঠান হয়। লিমন হোসেন জানান, পরিবারের ইচ্ছায় মা-বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে এবার জীবনে আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমার দাম্পত্য জীবন সুখের হয়। লিমনের স্ত্রী রাবেয়া বশরী বলেন, লিমন নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়ে তুলেছেন। দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন। এটা বুঝেই আমি এ বিয়েতে রাজি হয়েছি। ১০ বছর আগে ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের গুলিতে পা হারিয়েছিলেন লিমন হোসেন। তখন তার বয়স ছিল ১৬ বছর। সে বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়, প্রশ্নবিদ্ধ হয় র‌্যাবের অভিযান। ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে সাতুরিয়া ইউনিয়নে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে লিমনের পায়ে গুলি করেন র‌্যাব সদস্যরা। এরপর র‌্যাবের পক্ষ থেকে লিমনসহ আট জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়। ঘটনার তিনদিন পর হাসপাতালে চিকিৎসাধীন লিমনের গুলিবিদ্ধ একটি পা কেটে ফেলতে হয়। সে বছরই লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে র‌্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *