বিদেশ যেতে বাধার অভিযোগ, সংসদে বিচার দিলেন রুমিন ফারহানা

বিদেশ যেতে বাধার অভিযোগ, সংসদে বিচার দিলেন রুমিন ফারহানা

ঢাকা: গত সাত, আট বছর ধরে বিদেশ যেতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফরহানা। শনিবার (৪ সেপ্টেম্বর) চলতি অধিবেশনের শেষ বক্তা হিসেবে এজেন্ডার বাইরে গিয়ে এ অভিযোগ আনেন সংরক্ষিত আসনের এ এমপি। সংসদ অধিবেশনের নির্ধারিত বিষয়ে আলোচনা শেষে স্পিকার যখন অধিবেশন মূলতবির ঘোষণা দিচ্ছিলেন, এসময় হঠাৎ কথা বলার অনুমতি চান রুমিন ফারহানা। স্পিকারের অনুমতি নিয়ে বলেন, যেখানে দেশের বড় বড় অপরাধীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেখানে গত কয়েক বছর ধরে বিমানবন্দরে পুলিশ তাকে হেনস্তা করছেরুমিন ফারহানা বলেন, গত কয়েক বছর ধরে তিনি দেশের বাইরে যাওয়ার সময় প্রতিবার বিমানবন্দর পুলিশ তাকে আটকে রাখে। এসময় কোনো অভিযোগ ছাড়াই থানায় তাকে দুই আড়াই ঘণ্টা করে আটকে রাখা হয়। বেশ কয়েকবার তিনি বিদেশ যেতে বাধা পাওয়ার কারণে ২০১৭ সালে সুপ্রিম কোর্টে একটি নিট দায়ের করেন। কিন্তু আদালতের আদেশের পরও তাকে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘসময় আটকে রাখার কারণে অনেকবার তিনি বিমানের ফ্লাইট মিস করেছেন বলেও অভিযোগ করেন। রুমিন অভিযোগ করেন, যেখানে দেশ থেকে বড় বড় অপরাধীরা বিমান বন্দর দিয়ে পালিয়ে যায়, তখন পুলিশ দেখে না। কিন্তু একজন বিরোধীদলীয় সংসদ সদস্যকে তারা হেনস্তা করে!সংসদ সদস্য হিসেবে নিজের লাল পাসপোর্টটি সংসদে উচিয়ে ধরে রুমিন আরও বলেন, এ পাসপোর্টের কল্যানে বিশ্বের অনেক দেশের বিমান বন্দরে যেখানে তিনি সম্মান পান, সেখানে নিজ দেশের বিমান বন্দরে হেনস্তা করা হয়। তিনি সংসদে এ অবস্থার প্রতিকার দাবি করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অভিযোগটি নোট করা হয়েছে বলে তাকে আশ্বস্ত করেন।এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংসদে পুলিশের আইজি ও বোট ক্লাব নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের দেয়া বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। তবে বিষয়টি আমলে না নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন মূলতবি ঘোষণা করেছেন স্পিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *