বিনোদন: চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশ আতঙ্কে আছেন । তার ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি বলেন, পেজ থেকে বাজে কোনো ছবি কিংবা ভিডিও ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন। আমি চেষ্টা করছি, এটা দ্রুত উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করবো। ফেসবুক পেজে মাহিকে নিয়মিতই পাওয়া যায়। প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু শুক্রবার রাত থেকে তা আর সম্ভব না হওয়ায় তিনি বেশ কষ্ট পেয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন, পেজটি রিকভারি না হলে তিনি থানায় জিডি করবেন। আন্ডারওয়ার্ল্ড ও প্রেমের গল্প নিয়ে ‘মাফিয়া’। জানা যায়, এই মুহূর্তে ঢাকার ধামরাইয়ে ওয়েব সিরিজ মাফিয়ার শুটিংয়ে আছেন তিনি। বিগ বাজেটের সিরিজটি ১৫০ পর্বের হবে। এর নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছর। শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এটি নির্মাণ করছেন নায়িকা মাহির অভিষেক (ভালোবাসার রঙ) নির্মাতা শাহীন সুমন।